মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার ১০ অক্টোবর ২০২২ইং, দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সম্মেলন বেলুন ও পায়রা উড়ান কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে আছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান। অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবদুস শহীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাহুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন প্রমুখ।

মৌলভীবাজারের ২০১৭ সালের ৪ মে জেলা যুবলীগের সম্মেলন হয়। তবে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন মেলে ২০১৯ সালে। আজ দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণের জন্য চেষ্টার কোন কমতিই করছেন না পদ প্রত্যাশীরা। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে পদপ্রত্যাশী ও পছন্দের নেতাকে সভাপতি-সাধারণ সম্পাদক চেয়ে তাদের অনুসারী নেতা-কর্মীরা এসব ফেস্টুন-বিলবোর্ড লাগিয়েছেন। সম্মেলনস্থলের মাঠে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী।

Previous articleচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল, ইস্কাফ সিরাপ ও ইনজেকশন আটক
Next articleঅভিমান করে মায়ের নদীতে ঝাঁপ, তাকে উদ্ধারে নিখোঁজ ছেলে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।