রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গুয়ার হাওরে জব্দকৃত নিষিদ্ধ কোনাজাল আগুনে পুড়ে ধ্বংস

টাঙ্গুয়ার হাওরে জব্দকৃত নিষিদ্ধ কোনাজাল আগুনে পুড়ে ধ্বংস

আহম্মদ কবির: রামসার সাইট অন্তর্ভুক্ত মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র‍্য রক্ষায়,টাঙ্গুয়ার হাওর এলাকার বিভিন্ন হাওর নদীতে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানে জব্দকৃত নিষিদ্ধ কোনাজাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

আজ রবিবার (১৬অক্টোবর)জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে ধারাবাহিক অভিযানে সকালে,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসাদুজ্জামান রনি’র উপস্থিতিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নিষিদ্ধ কোনাজাল জব্দ করেন,ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

এর পূর্বে (১৪,অক্টোবর) শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চারটি কোনাজাল জব্দ করেন,জব্দকৃত কোনাজাল আজ সকালে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পূড়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,আইনশৃঙ্খলা বাহিনীর ও গণমাধ্যম কর্মীসহ,স্থানীয় জনসাধারণ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments