শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বদরগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা বস্ত্র এবং হুইল চেয়ার...

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বদরগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা বস্ত্র এবং হুইল চেয়ার বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে জেলার বদরগঞ্জ উপজেলার লালদীঘী পীরজাবাদ ৯ গুম্বুজ জামে মসজিদ মাঠে এলাকার অসহায় মানুষের মাঝে বিনা মুল্যে চক্ষু, দন্ত, ডায়াবেটিক পরিক্ষা সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান এবং দারুল ইখলাস হিফস ও উম্মুল সুরা বালিকা মাদ্রাসায় শিক্ষার্থিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বদরগঞ্জ উপজেলার দুইটি স্থানে চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রংপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট একেএম বানিউল আদম বাবুর সভাতিত্বে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সেক্রেটারী শাহীন পাভেজ, কোষাধক্ষ জাবেদ হাসান, লায়ন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম, লায়ন তৌহিদ হোসেন, লায়ন হাসান মাহামুদ আখতার লোটন, লায়ন আজাহারুল ইসলাম দুলাল , লায়ন আল হেলাল. লায়ন ড. সঞ্জিত কুমার সরকার, লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন সফিকুল ইসলাম স্বপন, লায়ন ফরিদ আহমেদ রুমি, লায়ন উম্মে হাবিবা মাহফুজা স্মৃতি, ফারহানা হাসান বিথি, গোলাম মোস্তফা টিটু, এ্যাড. আহসানুল হাবিব মিলন, লায়ন জুয়েল, লায়ন নুরুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে শনিবার বিকেলে নগরির সুরভী উদ্দ্যানে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ঈস্খদান করা হয় । এ সময় লায়ন নাঈমা বিনতে আব্দুল খালেক , লায়ন মোহাম্মদ মোসাব্বের হোসেন রিন্টু , হাসান আতিক রোমিও ট্রেজারার তাহমিনা শিরিন , বাদল ফারুক ও সদস্য ঝন্টু উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments