শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশ্রীপুরে পুত্রবধূর দেয়া এসিডে ঝলসে গেছে শাশুড়ি

শ্রীপুরে পুত্রবধূর দেয়া এসিডে ঝলসে গেছে শাশুড়ি

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে পুত্রবধুর দেয়া এসিডে ঝলসে গেছে শাশুড়ির শরির। পুত্রবধু শাশুরীর মাথায় ঢেলে দেয় এসিড।কিছু বুঝে উঠার আগেই রহিমার শরীরে জালাপোড় শুরু হয়। চিৎকার শুনে বাড়ীর লোকজন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তিন দিন পর তার মুখ, মাথা, বুক পেটে ক্ষতের সৃষ্টি হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার শরীর এসিডে ঝলসে ক্ষতের সৃষ্টি হয়েছে। শরীরের ১১ ভাগ ঝলসে গেছে। ঘটনা ঘটেছে ০৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে।

ভুক্তভোগী রহিমা ওই গ্রামের মো: ছফির উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত হলো
ভিকটিমের পুত্র আব্দুল গাফফারের স্ত্রী পার্শ্ববর্তী নারায়নপুর গ্রামের মো: আবুল কাশেমের মেয়ে মোছা: জেসমিন (৩৫)।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বৃদ্ধার স্বামী বাদী হয়ে শ্রীপুর থানায় পুত্রবধুর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বৃদ্ধার স্বামী ছফির উদ্দিনের অভিযোগ, পারিবারিক কলহের কারণে
স্ত্রীর গায়ে এসিড মেরেছে পুত্রবধু জেসমিন । এতে স্ত্রীর শরীর ঝলসে ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে সে শেখ হাসিনা জাতীয়
বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন আছ।

গত ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার স্ত্রী নিজ ঘরে মাগরিবের নামাজ শেষে তপজি জপছিলেন। এ সময় জেসমিন তার স্ত্রীর মাথায় তরল পদার্থ ঢেলে দৌড়ে পালায়। ডাক চিৎকার শুনে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তিন দিন পর রহিমার মুখ, কপাল, বুক পেটে ক্ষতের সৃষ্টি হতে শুরু করে।

তিনি আরো জানান, স্ত্রীকে হাসপাতালে নিলে চিকিৎসকগণ জানান, তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। শরীরের ১১ ভাগ ঝলসে ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে রহিমা শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুত্রবধু জেসমিন মোবাইল ফোনে আমার মেয়ে মরিয়মের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে জানায়, সে আমার স্ত্রীকে এসিড ছুড়েছে। পুত্রবধুর ছোড়া এসিডের ক্ষত নিয়ে বৃদ্ধা রহিমা ১২ দিন ধরে কাতরাচ্ছেন।

ভিকটিমের ছেলে আ: গাফ্ফার জানান, প্রায় সাড়ে ৩ বছর পূর্বে জেসমিনের সাথে তার বিয়ে হয়। তাদের মধ্যে পরিবারিক কলহ চলছে। পারিবারিক কলহের আক্রোসে প্রতিশোধ পরায়ন হয়ে জেসমিন এমনটি করেছে।
অভিযুক্ত জেসমিনকে একাধিকবার মোবাইলে ফোন করলে তাহার মোবাইলটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

শ্রীপুর থানার পরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, ঘটনাটি তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানানো হয়নি। ভুক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments