ফেরদৌস সিহানুক শান্ত: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরে’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসুচি গ্রহণ করে।

সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিআরটিএ’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁওয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল সেন্টু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা ট্রাফিক বিভাগের টিআই আনিসুর রহমান, নিসচা সভাপতি শফিকুল আলমসহ অন্যান্যরা।

Previous articleআন্দোলন জমাতে লাশ ফেলতে চায় বিএনপি: ওবায়দুল কাদের
Next articleউলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।