শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবি বাস্তবায়নে গণ অনশন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবি বাস্তবায়নে গণ অনশন কর্মসূচি

ফেরদৌস সিহানুক শান্ত: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৭দফা দাবি ও গত সংসদ নির্বাচনী ইশতেহারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিকাল ৪ টা পর্যন্ত তারা অবস্থান নেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কর্মকার, নাচোল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহাদেব মাহাতো প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল অর্পিত সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হচ্ছে না।

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী জানান বক্তারা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ সম্প্রদায়ও ঝাঁপিয়ে পড়েছিল।

আমরা লাল সবুজের বাংলাদেশের নাগরিক। মানবতার প্রতীক হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কখনই নিরাশ করবেন না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments