শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি

কলাপাড়ায় শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ প্রতিবেদক: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই শ্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ শেষে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলাপাড়া প্রেসক্লাব এর সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ’র প্রভাষক তায়েব আহম্মেদ সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা মাধ্যমিক অফিসার মোকলেছুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছার উদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজর সিনিয়র প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, ধানখালী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ও সমান গনি, দৌলতপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, ইসমাইল তালুকদার ট্যাকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক সাঈদ আকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার জোর দাবি জানান। এসময় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক,শিক্ষার্থীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments