বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কৃষি জমিতে হচ্ছে বসতবাড়ী

উল্লাপাড়ায় কৃষি জমিতে হচ্ছে বসতবাড়ী

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন গ্রাম এলাকার কৃষি জমিতে নতুন বসতবাড়ী করা হচ্ছে। গ্রামের একান্ন ( যৌথ পরিবার ) থাকা সংসার থেকে আলাদা হয়ে বসবাসে কৃষি জমিতে বসতবাড়ী নির্মান করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মাঠে বহু বসতবাড়ী নির্মাণ করে বসবাস করা হচ্ছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে ও সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর মাঠে একাধিক পরিবার বসবাসে নতুন বসতবাড়ী করছেন।

সরেজমিনে দেখা ও জানা গেছে নাগরৌহা গ্রামের আঃ রাজ্জাক ও জাহিদুল ইসলাম গ্রামের শৈলাগাড়ী মাঠে নিজেদের কৃষি জমিতে বসবাসে বসতঘর তুলছেন। প্রতিবেদককে দুজনই জানান গ্রামের নিজেদের পৈত্রিক ভিটেবাড়ীতে এতদিন বসবাস করছিলেন। এখন নানা সমস্যায় ভাইদের আদি ভিটেবাড়ী ছেড়ে দিয়ে তারা মাঠের কৃষি জমিতে বসতবাড়ী নির্মান করছেন। এখানেই পরিবার পরিজন নিয়ে বসবাস করবেন। সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর মাঠে কৃষি জমিতে একটি পরিবার নতুন বসতবাড়ী করে বসবাস করছেন। জানানো হয় আগে গ্রামের মাঝে নিজেদের বাড়ীতে বসবাস করতেন।

উপজেলার বিভিন্ন গ্রামের মাঠের কৃষি জমিতে বসতবাড়ী নির্মান ও বসবাস অনেক আগে থেকেই হচ্ছে। খোজ নিয়ে জানা গেছে কৃষি জমিতে বসতবাড়ী করে বসবাসকারী পরিবারগুলো একান্ন থাকা সংসার থেকে আলাদা হওয়ার পর ও পৈত্রিক ভিটেবাড়ীতে জায়গা কম হওয়ায তা করছেন।

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান বলেন ভূমির শ্রেণী পরিবর্তনে অনুমতি নিতে হয়। কৃষি জমিতে বসতবাড়ী নির্মাণে কৃষি জমি নষ্ট ও জমির পরিমাণ কমে আসছে। এতে ফসলের উৎপাদন কিছুটা হলেও পরিমাণে কম হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments