মারুফা মির্জা: বিশ্ব মানবতার মঙ্গল কামনায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রামের সামাজিক সেবা প্রতিষ্ঠান প্রচেষ্টা সমবায় সমিতি ও প্রচেষ্টা মডেল স্কুলের বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্কুল চত্তরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সমিতির সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ঘোরশাল সাহিত্যিক বরকতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক শামসুর আলম, স্কুলের ব্যবস্থাপনা কমিটির পরিচালক আলমগীর হোসেন আকবার, এনায়েতপুর ফাজিল সিনিয়র স্নাতক মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওঃ আব্দুর রশিদ, প্রচেষ্টা মডেল স্কুলের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন কর্মকার, প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ধর্মীয় জ্ঞান বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও ২ কৃতি শিক্ষার্থীর হাতে পবিত্র গ্রন্থ কোরআন তুলে দেয়া হয়। এতে স্কুলটির ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার ৪ শতাধীক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।