বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা প্রসাশক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ সহ টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার মোট ১৪টি দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় কলাপাড়া পৌরসভা একাদশের প্রতিপক্ষ ছিলেন লালুয়া ইউনিয়ন একাদশ। উদ্বোধনী খেলা পরিচালনা করেন, জামাল আকন। সাথে ছিলেন নিজাম উদ্দিন এবং হেলাল উদ্দিন। ধারা বর্ননায় ছিলেন, ইভান মাতুব্বর এবং টিংকু রায়। উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ের খেলায় অংশ নিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন, উপজেলায় ফুটবল সহ যেকোনো টূর্ণামেন্ট অনুষ্ঠিত হলে উপজেলা প্রশাসন সহায়তা করবে।

আরও পড়ুন  ঈশ্বরদীতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ
Previous articleসোনারগাঁওয়ে দুটি বেকারীকে জরিমানা
Next articleউল্লাপাড়ায় জেল হত্যা দিবস পালন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।