শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে হবে: নীলফামারীতে ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে হবে: নীলফামারীতে ইলিয়াস কাঞ্চন

মহিনুল ইসলাম সুজন: নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান,বাংলাদেশ চলচিত্র শিল্প সমিতির সভাপতি ও ভিসতা ইলেকট্রনিক্সের পরিচালক ইলিয়াস কাঞ্চন বলেছেন,সড়ক দুঘর্টনা রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন সবাইকে মেনে চলতে হবে।মানুষের জীবন একটা, সময়ের চেয়ে জীবনের মূল্য তাই অনেক বেশি। চালক ও যাত্রীদের কথাটা সর্বদা মনে রাখতে হবে।

মঙ্গলবার(৮ নভেম্বর)বিকেলে নীলফামারী দারোয়ারী বাজারে ভিসতা অ্যান্ড্রয়েড টিভির শো-রুম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশি সজাগ থাকতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন,আপনার সন্তান সঠিকভাবে রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছে কি না আপনাদেরকে দেখতে হবে।গত বছর(২০২১ইং সাল) মোটরসাইকেলে সড়ক দূর্ঘটনায় অনেক যুবক নিহত হয়েছেন।যুবকরা এখন বিভিন্ন বাইকগ্রুপের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের বাইক স্টান্ট করছে।মেয়েরাও মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছেন।আপনাদের অল্প বয়সি সন্তানরা মোটরসাইকেল কিনে নেয়ার জন্য বাড়িতে চাপ দেয়।তবে অভিভাবকরা তাদের সন্তানদের বুঝাতে পারে যে,বসয় ১৮ হউক,আগে ড্রাইভিং লাইসেন্স করে নেও তারপর তোমাকে মোটরসাইকেল কিনে দিব।তবেই আমরা সড়ক দূর্ঘটনার রোধ করতে পারব।

এ সময় আল-ইয়াসা মটরস এন্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটর সুলতান মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভিসতা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন ও পরিচালক উদয় হাকিম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments