শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

শফিকুল ইসলাম: বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ ব্যাটেলিয়নের নেপাল নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত দশটা ৩৩ মিনিটে তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের রেজিষ্টার খাতায় নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (৩৩) উল্লেখ করা হয়েছে।

নিহত বিজিবির সদস্য নেপাল দাসের বুকে ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার লাশ ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। এ ঘটনায় বিজিবি কেউ মুখ খোলেননি। নিহত নেপাল দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বিজিবির পোশাকপরা অবস্থায় একব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে বলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছে। একটি বিস্তত্র সূত্রে জানা গেছে, বিজিবির সিপাহী নেপাল দাস পাঁচবিবি বিশেষ ক্যাম্পে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় দুই সদস্যে মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে নেপাল দাসকে গুলি করা হয়। বিজিবি সদস্যরা দ্রুত তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হহাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষনা করেনন। কি কারণে দুই জন সিপাহীর মধ্যে তর্কাতর্কি হয়েছিল সেটি নিশ্চিত করতে পারেনি সূত্রটি। ঘটনাটি অভ্যন্তরীণ বলে বৃহস্পতিবার রাতে হাসপাতাল চত্বরে সাংবাদিকদের জানিয়ে দেন ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলাম। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডাঃ মোঃ শহীদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দশটা ৩৩ মিনিটে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটেলিয়নের নেপাল চন্দ্র নামে সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তে নিহতের শরীরের বুকে এবং হাতে গুলি লাগার চিহ্ণ পাওয়া গেছে বলে তত্ত্বাবধায়ক নিশ্চিত করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ ক্যাম্পে নিয়ে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments