বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছ চরজব্বার থানা পুলিশ।

রোববার (২০শে নভেম্বর) ভোর রাতে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা কালা আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।

রোহিঙ্গারা হলো কক্সবাজার কুতুবপালং ৬ ও ৭ নম্বর ক্যাম্পের রবিউল আলম এর ছেলে মো.রফিক(৩৮) মৃত আব্দুল শক্কুর এর মেয়ে সেতারা বেগম(৫০), আব্দুল করিম এর ছেলে নুর কবির(২৫)

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট সংলগ্ন কলনীর রাস্তার মাথায় কালা আজাদের বাড়িতে রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ ১৪ হাজার টাকা ১৬৫০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় কালা আজাদকে বাড়িতে পাওয়া যায়নি।এদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Previous articleপুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যু: অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার মামলা করল পুলিশ
Next articleআগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: হানিফ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।