বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বালিকা বিদ্যালয় সড়কে রবিবার বেলা ১১ টার দিকে পথচারী অজ্ঞাত এক নারীর হাত থেকে একটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনাতাইকারী এক রিক্সা চালক। ঘটনাটি ঘটার সাথে সাথে ওই নারী রিক্সার পিছনে পিছনে ডাক-চিৎকার করতে করতে দৌঁড়ে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে তার ব্যাগে কি ছিল তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ,কমরেড নাসির তালুকদার জানান, ঘটনার সময় আমিও কাছে ছিলাম। আমিও ডাক-চিৎকার করতে করতে কিছু দূর অতিক্রম করার পর আর এগুতে পারিনি। তবে ওই সড়কে কয়েকটি মোড় থাকায় ছিনতাইকারী সহজে পালাতে সক্ষম হয় ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

Previous articleজয়পুরহাটে পরিবেশ উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত
Next articleউল্লাপাড়ায় পুকুর খনন বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।