সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতে টানা প্রায় পাচ ঘন্টা অভিযান চালিয়ে দুটি ইউনিয়নে কৃষি জমিতে চারটি পুকুর খনন কাজ বন্ধ ও চারটি এসকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া , দক্ষিণ পুস্তিগাছা , জালসুকা ও বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়ায় কৃষি জমিতে পুকুর খনন করা হচ্ছিলো।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ তথ্য জেনে গতকাল শনিবার ( ১৯ নভেম্বর ) বিকেল পাচটা থেকে টানা রাত প্রায় দশটা অবধি অভিযান চালিয়ে পুকুরগুলো খনন কাজ বন্ধ করে দেন। এছাড়া পুকুরগুলোয় মাটি কাটার কাজে ব্যবহৃত এসকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করেন।

Previous articleকলাপাড়ায় দিনে দুপুরে ছিনতাই
Next articleজিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।