মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় মোঃ রাব্বি হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সাড়ে ১০টার দিকে নগরীর বেলপুকুর ভারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন শ্যামপুর এলাকার মোঃ রেজাউল ইসলামের ছেলে। রাজশাহী মহানগর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বেলা সাড়ে ১০টার পর বেলপুকুর সড়কে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় এক যুবক ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

Previous articleমাদকের রাজধানী গোদাগাড়ীর সক্রিয় তালিকাভুক্ত মাদক কারবারিরা ধারা ছোয়ার বাইরে
Next articleসিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।