মিজানুর রহমান বুলেট: বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
সোমবার বিকাল সারে চারটায় কলাপাড়া হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো আ। এছাড়া গানের তালে মেতে ওঠে অনেক ভক্ত। এ শোভাযাত্রায় সমর্থকরা প্রায় ১ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহন করেছে বলে জানিয়েছে আয়োজক জানিব।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজক লিটন তালুকদার জানান, এবারের খেলায় আমরা বিশ্ব চেম্পিয়ান হব ইনশাল্লাহ।আর্জেন্টিনার সমর্থনে আর ই ক্যাবলের পক্ষ থেকে আমাদের খেলাসহ ভালভাল খেলাগুলো আমরা স্হানীয় সুতাপট্টিতে সরাসরি দেখাবো।