ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের রায়হান হাজীর ডোবা (জলাশয়) হতে পানির নিচে বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় ৩০৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী গ্রামের মৃত আঃ মান্নান ও তহুরা বেগমের ছেলে মোঃ রনি (২২)।

র‍্যাব-৫ একপ্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৩ নভেম্বর ২০২২ ইং তারিখ ২টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের রায়হান হাজী (৪৫), পিতা-মৃত মঞ্জুর হাজী এর ডোবা (জলাশয়) হতে পানির নিচে ০১টি বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-৩০৯(তিনশত নয়) বোতল সহ আসামী ১। মোঃ রনি (২২), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-তহুরা বেগম, সাং-জালমাছমারী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।

Previous articleকমলগঞ্জে মাটি কাটা ও অবৈধভাবে বালু তোলায় দুজনকে ১৫ দিনের কারাদণ্ড
Next articleরাজাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গল্পে গল্পে মুক্তিযুদ্ধ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।