মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি জমির টিলা থেকে মাটি কাটায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত আরেকজনকেও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে টিলা কাটছিলেন মোঃ জুবের খাজা (৩২) নামের এক ব্যক্তি। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০–এর ১৫ ধারায় তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, একই এলাকার ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মোঃ রুবেল আহমদ (২৯) নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার বলেন, উপজেলায় বালুমহাল ইজারা থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি ডালুয়াছড়া থেকে বেআইনিভাবে বালু তুলে আসছিলেন। পাশাপাশি উত্তর কানাইদেশী গ্রামে সরকারি খাসজায়গায় অবস্থিত টিলা কাটার অভিযোগে অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ায় জড়িত দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন।

Previous articleশিরোনামহীন – ৭৬ | গোলাম কবির
Next articleচাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।