শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকবি গোলাম কবিরের একগুচ্ছ কবিতা

কবি গোলাম কবিরের একগুচ্ছ কবিতা

এই হেমন্ত সন্ধ্যায় আমার মন খুব খারাপ

এই হেমন্তের সন্ধ্যায় আমার মন
সচকিত ভয়ার্ত হরিণের মতো হয়ে আছে!
এই বুঝি কোথাও কোন মানুষের হৃদয় খুন হলো! এই বুঝি কোথাও কোন মেয়ে সম্ভ্রম হারানোর লজ্জায় গাছের নীচে ঝুলে পড়লো রক্তাক্ত ক্ষতচিহ্ন শরীরে! এই বুঝি কোথাও কারো
বাড়ি ঘর তলিয়ে গেলো নদীর ভাঙনে!
এই না আবার শুনতে হয় কোন নবজাতকের অর্ধগলিত লাশ পড়ে আছে কোন এক ডাস্টবিনে, হয়তো বা চোখ একটা তার তুলে নিয়েছে কোন শকুনি! এই বুঝি আবার টেলিভিশনের পর্দায় দেখতে হয় নিরীহ ফিলিস্তিনি শিশুদের ধরে
নিয়ে যাচ্ছে ইজরাইলি সেনা সদস্যরা,
ওদের চোখে মুখে প্রচণ্ড ঘৃণা ও অক্ষম ক্রোধের আগুন ঝরে পড়ছে সেনা সদস্যদের উপর!
এই বুঝি আবার কোথাও কোন ঘাতক
খুব করে ধার দিচ্ছে তার লুকানো ছুরিতে!
এই না আবার কোন তরুণ যুবক হতাশায়
ডুবে গিয়ে নতুন করে মাদকের নীল নেশায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেলো! এই বুঝি কোথাও আবার আগুন লেগে পুড়ে গেলো সমস্ত হাট অথবা কোন বহুতল ভবন! পোড়া লাশের গন্ধ আর পলিথিন পোড়া গন্ধে একাকার হয়ে বাতাস আর মানুষের মন ভারী ও আহাজারি শোনা যায়! আজ এই হেমন্ত সন্ধ্যায় আমার মন খুব খারাপ হয়ে থাকলো, মানুষেরা কেনো যে সব অমানুষ হয়ে গেলো, হারালো কোথায় তাদের মনুষ্যত্ব!

অপ্রেমের আর্তনাদ
পারলে মুছে ফেলো সবকিছু –
যা ছিলো হৃদয়ের একদমই গভীরে ,
ভালবাসার চিহ্ন গুলো ধুয়েমুছে যাক
শীতের শিশিরভেজা সকালবেলায়,
নরম রোদের আঁচ পেয়ে ভুলে যাই
যেনো অপ্রেমের আর্তনাদের মূহুর্তগুলো।
আমি শুধু পড়ে রইবো শীতের হলুদ ঘাসের
দীর্ঘশ্বাস বুকে নিয়ে, কখনো যদি ইচ্ছে হয়
তবে দেখতে এসো আমার রক্তাক্ত হৃদয়ের
এপিটাফ, তোমাকে অভিবাদন জানাতে
অস্থির হয়ে অপেক্ষায় থাকবে আমার
ভালোবাসার আবাবিলেরা এবং
তোমাকে ঘিরে ঘিরে কুর্নিশ করবে
হৃদয়ের রক্তাক্ত ক্ষত চিহ্ন গুলো,
তারপর তুমি না হয় হয়ে থাকলে ইতিহাস!

 

শহর মানেই
শহর মানেই
পায়রার খোপে আঁটকে থেকে
ধুঁকতে থাকা জীবন!
শহর মানেই
গাছপালাহীন ন্যাড়া প্রকৃতির মাঝে
নিঃশ্বাস ভারী হয়ে আসা!
শহর মানেই
জনাকীর্ণ মানুষের ভীড়ের মধ্যে থেকেও
পাথরের মতো যান্ত্রিক আনাগোনা!
শহর মানেই
জ্যামের রাস্তায় গাড়ির অনর্থক
হর্ণ বাজানো এবং সারাটি দিন
অ্যাম্বুলেন্সের আর্তনাদে
ধুকপুক করতে থাকা জীবন!
শহর মানেই
চরম স্বার্থপরতা, কুটচাল ও শুধুমাত্র
সবাইকে পায়েদলে কারো কারো
নিজেই ওপরে ওঠার নিরন্তর চেষ্টা!
শহর মানেই
অনেকচেনা মানুষের একদিন হঠাৎ করেই
স্বার্থের টানে অচেনা হয়ে যাওয়া!
শহর মানেই
আলো আঁধারির লুকোচুরি খেলায়
ক্ষুধার জ্বালায় সম্ভ্রম বিক্রি করা!
শহর মানেই
এখানে কেউ কারো না!
শহর মানেই
দিন শেষে এখানে সবাই একা,
সবসময়ই ভীষণ একা!

গোলাম কবির : গোলাম কবির সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। যাপিত জীবন, অভিজ্ঞতা এবং এক পরিচ্ছন্ন পৃথিবীর স্বপ্ন – এই নিয়ে তাঁর কাব্যভুবন। তাঁর কবিতার শরীর নির্মিত শক্তিশালী বক্তব্য এবং যুগোপযোগী উপমা দিয়ে। প্রকাশিত গ্রন্থ ৫ টি। এর মধ্যে একটি অনুবাদ গ্রন্থ। তাঁর বিরহী ল্যাম্পপোস্ট ২০২১ বইমেলার একটি আলোচিত কাব্যগ্রন্থ।
কবির প্রতিকৃতি এঁকেছেন : শিল্পী আর করিম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments