মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর তানোর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিএনপির নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সমবেত হন। কিন্তু অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

ওসি আরও বলেন, স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল, বেশকিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Previous articleরাজাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গল্পে গল্পে মুক্তিযুদ্ধ
Next articleকবি গোলাম কবিরের একগুচ্ছ কবিতা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।