বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গিয়াস কামাল: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পিরোজপুর ইউপির তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু আসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান প্রমুখ। অনুষ্ঠানে উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমরা জাতির পিতার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ‘স্বাধীন এই দেশের এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো শিক্ষা। আর সেই শিক্ষার সঙ্গে গুণগত মানের আপস করার কোনো সুযোগ নেই। শিক্ষার উন্নয়নের মাধ্যমেই সম্ভব দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, সুখীময় বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। ’শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments