বিমল কুন্ডু: সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ যুগ্ম সচিব পদে পদোন্নতিজনিত কারনে বদলী হওয়ায় আজ ২৭ নভেম্বর রবিবার শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এদিন দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের শিক্ষা জীবন ও কর্মময় জীবনের উপর সূচনা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, সহকারি কমিশনার (ভূমি ) লিয়াকত সালমান, অধ্যাপক শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন প্রমুখ। পরে বিদায়ী জেলা প্রশাসককে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেয়া হয়।

এর আগে বিদায়ী জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ অনুষ্ঠানস্থলে এলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, শাহজাদপুর প্রেস ক্লাব, শাহজাদপুর থানা, ইউপি চেয়ারম্যনগন ও বনিক সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কর্মকতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Previous articleমুলাদীতে পাওনা টাকা চাওয়ায় হামলা, সাবেক পুলিশ সদস্য আহত
Next articleদুর্ভিক্ষ থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।