মিজানুর রহমান বুলেট: পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুরে ৩৪ লিটার চোলাই মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটা পৌরসভার কেরানীপাড়া রাখাইন পল্লীর ‘রাখাইন ইন’ আবাসিক হোটেল থেকে হেমাতি (৪১) কে ৩৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

হেমাতি কুয়াকাটা কেরানীপাড়ার বাসিন্দা মংচোহেন মঞ্জু স্ত্রী। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

Previous articleশোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাস আর নেই
Next articleপা দিয়ে লিখে গোল্ডেন জিপিএ ৫ পেলো কুড়িগ্রামের মানিক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।