স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী অরনকোলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাস (৮০) রবিবার গভীর রাতে বাধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি ঈশ্বরদী প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাসের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কণ্যা ও নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার জোহরের নামাযের পর অরনকোলা হাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Previous articleচাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১৯ বোতল ফেনসিডিলসহ আটক ১
Next articleমহিপুরে ৩৪ লিটার চোলাই মদসহ নারী আটক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।