ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় ক্ষুদ্র কৃষক বড় ক্ষেত প্রকল্পের আওতায় ভূর্তুকির মাধ্যমে প্রান্তীক আলু চাষীদের মাঝে উন্নত মানের আলুর বীজ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার(২৮ নভেম্বর) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চরতাম্বুলপুর গ্রামের ১৮জন চাষীর মাঝে এস্টেরিক্স জাতের আলুর বীজ বিতরন করেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার(সিআইপি) প্রতিনিধি মাহমুদুল হাসান রুমেন।

আলুর বীজ বিতরণের সময় উপস্থিত ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার(সিআইপি)প্রতিনিধি মাহমুদুল হাসান রুমেন বলেন, সম্মিলিতভাবে আলু চাষাবাদের জন্য ক্ষুদ্র কৃষক বড় ক্ষেত প্রকল্পের আওতায় চাষীদের মাঝে ভূর্তুকির মাধ্যমে এস্টেরিক্স জাতের ১০ মেট্ধিসঢ়;্রক টন আলুর বীজ বিতরন করা হয়েছে। এতে চাষীদের পরিবহন খরচ ও উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। আশা করি ফলন ভালো হলে প্রায় ১শ ৫০মেট্রিক টন আলু উৎপাদন হবে। তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করছেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার(সিআইপি)।

উপজেলার চর তাম্বুলপুর গ্রামের আলু চাষী ইছা মিয়া, গোলেনুর বেগম, বিপ্লব ও লিপি বেগম জানান, আমরা ভূর্তুকির মাধ্যমে উন্নত জাতের আলুর বীজ পেয়ে অনেকটা খুশি। অনেক সময় টাকা দিয়েও ভালো মানের বীজ সংগ্রহ করা যায় না।

অপর আলু চাষী দুলাল মিয়া জানান, আমি প্রায় ২০ বছর থেকে আলু চাষ করছি। প্রতিবারে উন্নত জাতের আলুর বীজ পেতে অনেক সমস্যায় পড়তে হয়। এবারে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার(সিআইপি) এর প্রতিনিধি কারণে উন্নত মানের আলুর বীজ সহজে পেয়েছি। ভালো বীজের কারণে আলুর ফলন ভালো হবে বলে আশা করছি।

Previous articleপা দিয়ে লিখে গোল্ডেন জিপিএ ৫ পেলো কুড়িগ্রামের মানিক
Next articleঈশ্বরদী জংশন স্টেশনে ইন্টার লকিং সিষ্টেম চালু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।