শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে কৃষক অ্যাপে ১৩৪৫৯ মেট্রিন টন ধান-চাল কিনবে খাদ্য বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে কৃষক অ্যাপে ১৩৪৫৯ মেট্রিন টন ধান-চাল কিনবে খাদ্য বিভাগ

ফেরদৌস সিহানুক শান্ত: আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে মোট ১৩৪৫৯ মেট্রিক টন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এরমধ্যে ২১১৫ মেট্রিক টন ধান ও ১১৩৪৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এসব ধান প্রতি কেজি ২৮ টাকা ও সিদ্ধ চাল ৪২ টাকা করে ক্রয় করা হচ্ছে। কৃষক অ্যাপসের মাধ্যমে এসব চাল কিনছে খাদ্য বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। জেলা খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর এলএসডি প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, ডিলার ও কৃষকদের কাছ থেকে এসব ধান ও চাল সংগ্রহ করা হবে আগামী বছরের ০২ ফেব্রুয়ারী পর্যন্ত। কৃষক অ্যাপসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় ধান এবং সদর ও গোমস্তাপুর উপজেলার সিদ্ধ চাল ক্রয় করবে খাদ্য বিভাগ। জেলার ১৪৩টি অটো ও হাসকিং রাইস মিল এবং কৃষকদের কাছ থেকে এসব চাল সংগ্রহ করা হবে।

এবছর চাঁপাইনবাবগঞ্জে মোট ১ লাখ ৭১ হাজার ২৬৪ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চলতি বছরের বোরো মৌসুমে ২৬২৬৭ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনা হয়। গতবছর আমন মৌসুমে ৩৯৯ মেট্রিক টন ধান ও ১২৭১৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাওসহ ডিলার ও কৃষকরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments