সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রামের প্রচেষ্টা সময়বায় সমিতির উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, হুইল চেয়ার ও ভাতার চেক প্রদান করা হচ্ছে।

মারুফা মির্জা: ‘অন্তভুক্তি মুলক বিশ্ব গড়তে প্রয়োজন, প্রতিবন্ধীদের নেতৃত্ব ও অংশগ্রহন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার খামারগ্রামের সামাজিক সেবা ও সমবায়ী প্রতিষ্ঠান প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে খামারগ্রাম প্রচেষ্টা মডেল স্কুল হতে তাঁত শ্রমিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাদিক মানুষের অংশ গ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিনের পর একই স্থানে এসে শেষ হয়। পরে স্কুল চত্তরে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের ভাতার চেক, হুইল চেয়ার বিতরন করা হয়।

এসময় সমিতির সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে একুশে টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, থানার এসআই আব্দুল লতিফ, সংগনের সাধারন সম্পাদক নুর আলম, শিক্ষক আলমগীর হোসেন আকবার, মেহেদী হাসান সরকার, শুকুর আলী, আলহাজ্ব মোস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম মীর, মাহবুবুল আলম, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথ সম্মানের আসনে বসাতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের সন্তান। তাই আত্ব কর্মসংস্থান সৃষ্টি করে দেশের কল্যানে তাদের কাজে লাগাতে হবে।
পরে প্রতিষ্ঠানের পক্ষ হতে ২০ জন প্রতিবন্ধীকে মাসিক ভাতার চেক প্রদান করা হয়।

Previous articleবিএনপি একটি প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল: হুইপ স্বপন
Next articleবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।