জয়নাল আবেদীন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা শনিবার ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । রংপুর জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও রংপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর ইউনিট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় রংপুর ইউনিটের সেক্রেটারি রওশানূল কাওছার সংগ্রাম গত বছরের আয় এবং ব্যায় হিসাব এবং ২০২২-২৩ সালে কর্মপরিকল্পনার চিত্র তুলে ধরেন ।
তিনি জানান ৮ মে রেডক্রস এবং রেডক্রিসেন্ট দিবস পালন,আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, হাত ধোয়া কার্যক্রম, ইফতার ও দোয়া মাহফিল রক্ত সংগ্রহ এবং বিতরণ, মনস্তাত্তিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, ফায়ার সার্ভিস সহযোগিতায় অগ্নি নিবাররন কার্যক্রম সহ জাতীয় দিবসগুলো পালনের কথা বলেন । এর পর আলোচনায় অংশ নেন নির্বাহী পরিষদ সদস্য আল আমিন, এ্যাডভোকেট রফিক হাসনাইন আরিফুল কবির বাটুল, মো: মনজুরুল আলম, মাহে আলম রিপন, ফারুখ হোসেন, রাশেদুজ্জামান রাশেদ ,আজীবন সদস্য জয়নাল আবেদীন, আজীবন সদস্য খন্দকার ফখরুল আনাম বেঞ্জু সহ অন্যান্য আজীবন সদস্যগণ ।
সভায় আজীবন সদস্যদের পক্ষ থেকে বেশ কটি প্রস্তাব উপস্থাপন করা হয় এবং সেগুলো বাস্তবায়নে কার্যকরি পরিষদ পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যাক্ত করা হয় । এদিকে রংপুর রেডক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভাটি সাফল্যমন্ডিত করার জন্য যুব সদস্য রাব্বি ইসলাম ,আলী সাকিব, ফারজানা সিদ্দিকা রাসু ,জুবায়ের রাফিদ,নাদিরা আনিকা, ও যুব সদস্য রুকাইয়া রাখি যথেষ্ট পরিশ্রম করেন ।