বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার বেলা এগারোটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি), কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ দিবসটি উপলক্ষে কলাপাড়া লঞ্চঘাট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আইডিইবির কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হক এর সঞ্চালনায় আইডিইবির পটুয়াখালী জেলা সভাপতি নীহার রঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ’র অধ্যক্ষ আবু সালেহ, উপজেলা পানি উন্নয়ন বোর্ড উপ-প্রকৌশলী মো: মহব্বত ইকবাল মেহেরাজ, পায়রা বন্দর কর্তৃপক্ষ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) শহিদুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু প্রমূখ্য। এসময় বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তারা ডিগ্রী প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বৈষম্য দূরীকরনসহ প্রকৌশলী কোর্সের ৪ বছর মেয়াদী রাখার দাবি জানান।

Previous articleবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Next articleদেশকে অস্থিতিশীল করতে নয়াপল্টনে জনসভা করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।