আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের সরকারপাড়াস্থ একটি জলাশয়ের পানিতে ডুবে সাড়ে ৪ বছর বয়সী সোহান বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়। সোহান বাবু ঐ গ্রামের আব্দুর রাজ্জাক-সাজেদা বেগম দম্পত্তির ছেলে। এর প্রায় দেড় বছর আগে আব্দুর রাজ্জাকের সঙ্গে সাজেদা বেগমের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ছেলে সোহান বাবুকে বাবা-মার বাসায় রেখে মা সাজেদা বেগম ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতেন। শুক্রবার নিখোঁজ থাকার পর শনিবার সকালে সোহান বাবুর লাশ জলাশয়ের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারবর্গ। এরপর কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মশিউর রহমান লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠান।
এব্যাপারে এসআই মশিউর রহমান বলেন, বাবা আব্দুর রাজ্জাকের অভিযোগের প্রেক্ষিতে ছেলে সোহান বাবুর মুত্যু নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। সোহান বাবুর মা গার্মেন্টে কাজ করার কারণে সে ঢাকায় থাকায়। সোহান বাবু তার নানা-নানীর সঙ্গে থাকতো। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।