জি.এম.মিন্টু: যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামাত নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ । যশোর কোতয়ালী ও মনিরামপুর থানার নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ডিসেম্বর) রাতে যশোর কোতয়ালী, মনিরামপুর ও কেশবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক আবুল হোসেন (৫৬), বেলকাটি গ্রামের বিএনপি নেতা মনিরুজ্জামান (৪৪) ইমাননগর গ্রামের তাজামুল ইসলাম (৩৬), মান্দারডাঙ্গা গ্রামের লুৎফার রহমান (৫৫), গড়ভাঙ্গা গ্রামের মাসুদুজ্জামান (৩০) পাঁচবাকাবর্শি গ্রামের মনিরুল ইসলাম (৪০) ও বিদ্যানন্দকাটি গ্রমের জামায়াত নেতা সাজ্জাত হোসেনসহ ১০ জনকে আটক করে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে আটককৃতদের যশোর ও মনিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, আটককৃতদের নামে যশোর ও মনিরামপুর থানায়, মামলা রয়েছে। ওইসব মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তবে কি মামলায় তারেকে আটক করা হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

Previous articleপীরগাছায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা
Next articleসেনবাগ উপজেলা আ.লীগের সভাপতি মোরশেদ, সাধারণ সম্পাদক মানিক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।