সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রামের প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে মাসিক ভাতার চেক প্রদান প্রদান করা হচ্ছে।

মারুফা মির্জা: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সামাজিক সেবা সংগঠন প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে মাসিক আজীবন ভাতার চেক বিতরন করা হয়েছে।

শনিবার বিকেলে খামারগ্রামে প্রচেষ্টা মডেল স্কুল চত্তরে এ উপলক্ষে এক সুধী সমাবেশে প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে থানার সংগনের সাধারন সম্পাদক নুর আলম, স্কুলের ব্যবস্থাপনা কমিটির পরিচালক আলমগীর হোসেন আকবার, প্রচেষ্টা মডেল স্কুলের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন কর্মকার, থানার এসআই আব্দুল লতিফ, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথ সম্মানের আসনে বসাতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের সন্তান। তাই আত্ব কর্মসংস্থান সৃষ্টি করে দেশের কল্যানে তাদের কাজে লাগাতে হবে।

পরে ২০ জন প্রতিবন্ধীর হাতে মাসিক সহায়তার চেক ও ২ জনকে হুইল চেয়ার বিতরন করা হয়।

Previous articleজনগণের প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে: মির্জা ফখরুল
Next articleচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।