এএসটি সাকিল: ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার (০৫ ডিসেম্বর ) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আছাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জ, আরওআই, রিজার্ভ অফিস, আরআই পুলিশ লাইন্স, ভোলা, সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।