গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক শিক্ষা পদক- ২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা” প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল- ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। এছারাও আরোও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু নাম ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসারগণ ও সোনারগাঁও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।

Previous articleপীরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৮ ইউপি সদস্যের
Next articleবিএনপি আগুন-লাঠি নিয়ে আসবে, এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়: কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।