বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিওর প্রতারক চক্রের মূলহোতা ও ম্যানেজারসহ আটক ৬

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিওর প্রতারক চক্রের মূলহোতা ও ম্যানেজারসহ আটক ৬

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খোলসী বাজারের পশ্চিম দিকে খলিল ডিলার এর ১তলা বিল্ডিং বাড়ীতে কথিত আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) এর অফিস রুম হতে আঞ্চলিক উন্নয়ন (আউস) সংস্থায় মানুষের জমাকৃত ৬০ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা ও ম্যানেজার সহ ০৬ সদস্যকে আটক করে র‍্যাব-৫।

আটক কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫), (মূলহোতা ও ম্যানেজার) একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মোঃ তৌহিদুর রহমান (৩৮) (মাঠকর্মী), নয়াদিয়ারী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ জিয়াউল হক (৪০) (মাঠকর্মী), এবং নাচোল উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) (মাঠকর্মী), বাউল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ গোলাম আযম (৩৮) (মাঠকর্মী),মীড়কাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন (৩৭) (মাঠকর্মী)।

র‍্যাব-৫একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ০৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ সন্ধ্যা ৭টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খোলসী বাজারের পশ্চিম দিকে খলিল ডিলার এর ১তলা বিল্ডিং বাড়ীতে কথিত আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) এর অফিস রুম হতে আঞ্চলিক উন্নয়ন (আউস) সংস্থায় মানুষের জমাকৃত ৬০ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫), (মূলহোতা ও ম্যানেজার), পিতা-মোঃ আব্দুল জলিল, মোঃ তৌহিদুর রহমান (৩৮) (মাঠকর্মী), পিতা-মৃত আফাজ উদ্দিন, উভয় সাং- চকপুস্তম, মোঃ জিয়াউল হক (৪০) (মাঠকর্মী), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-নয়াদিয়ারী, সর্ব থানা-গোমস্তাপুর, মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) (মাঠকর্মী) পিতা-মৃত আব্দুল মান্নান, সাং- ফতেহপুর, মোঃ গোলাম আযম (৩৮) (মাঠকর্মী), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-বাউল, মোঃ মোশারফ হোসেন (৩৭) (মাঠকর্মী), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-মীড়কাডাঙ্গা, সর্ব থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের ১০০০(এক হাজার)টি ভূয়া পাশ বই, ১৫টি ভূয়া সীল, ১৪টি চেক/লোন-রেজিষ্টার এবং ০৩টি ব্যাগসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের জমাকৃত ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments