জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপিলে ২২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। সেই সাথে আপিলে ১২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন টেকাতে পারেননি। বুধবার সন্ধ্যায় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন ।

গত ১ ডিসেম্বর রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দেয়া ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর মধ্যে ৩৩ জন তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানী শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। অপরদিকে আপিলের পরও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এরা হলেন সংরক্ষিত ৬ ওয়ার্ডে ঋণ খেলাপীর জামিনদাতা হওয়ায় মোছাঃ রাজুফা খাতুন, তথ্যের গরমিলের কারণে ফাতেমা খাতুন, সাধারণ-৬ ওয়ার্ডে স্বনামে ঋণ খেলাপীর কারণে মশিয়ার রহমান, সাধারণ-৭ নং ওয়ার্ডে হলফনামা ও আয়কর রির্টানে সম্পদ ও অর্থের গরমিলের কারণে মোশাররফ হোসেন, হয়রত আলী, সাধারণ -১০নং ওয়ার্ডে হলফনামা অসম্পূর্ণ থাকায় শাহ মোঃ কামরুজ্জামান, সাধারণ-১২ নং ওয়ার্ডে হলফনামায় অসম্পূর্ণ তথ্যের কারণে আফজাল হোসেন, সাধারণ-১৫নং ওয়ার্ডে ঋণ খেলাপীর জামিদাতা হওয়ায় মোঃ জাকারিয়া আলম, সাধারণ-১৭নং ওয়ার্ডে ফরমে স্বাক্ষর না করায় আমিনুল ইসলাম, সাধারণ-২৫নং ওয়ার্ডে ঋণ খেলাপীর জামিনদাতা হওয়ায় এম এ রউফ সরকার, সাধারণ-৩১নং ওয়ার্ডে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় মোঃ শাহ এমরানুল আরেফিনের মনোনয়ন আপিলের শুনানীতে পূণরায় বাতিল করা হয়।

অপরদিকে সাধারণ-৩০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মালেক নিয়াজ আরজুর মনোনয়ন বৈধ হলেও পরবর্তীতে তার মনোনয়নের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম তোতা নামের এক ব্যক্তি আপিল করেন। সেই আপিলের ভিত্তিতে মালেক নিয়াজ আরজুর মনোনয়ন বাতিল করা হয়। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Previous articleপাঁচবিবিতে সরকারি বন বিভাগের বেহাল অবস্থা
Next articleচাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিওর প্রতারক চক্রের মূলহোতা ও ম্যানেজারসহ আটক ৬
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।