বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো.নুরুল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয় গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো.রাশেল মাতুব্বরের ছেলে। নুরুল ইসলাম বাড়ীর সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় ।

তাকে দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Previous articleকলাপাড়ায় গরীবের শীত বস্ত্রের বাজার
Next articleপল্টনে আপাতত রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই: ডিএমপি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।