এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজ এর আয়োজনে গতকাল শনিবার বেলা ১২ টায় কলেজ হলরুমে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যক্ষ খাজা সামছুল আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোমিন আহম্মেদ চৌধুরী জিপি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওই কলেজের অধ্যক্ষ আব্দুল মুমিন মন্ডল, কলেজের গভর্নিং বডির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, প্রভাষক ও জয়পুরহাট জেলা যুবলীগ’র সভাপতি সুমন কুমার শাহা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক মুঞ্জুর রহমান সাহেদ। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Previous articleটঙ্গীতে জয় বাংলা স্লোগান দিয়ে ট্রেনে হামলা, যাত্রীদের সর্বস্ব লুট
Next articleউল্লাপাড়ায় পুকুর খনন বন্ধের অভিযানে উপজেলা প্রশাসন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।