সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি জমিতে সরকারী অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসন থেকে কঠোরভাবে মাঠে নেমেছেন । একের পর এক চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান । অর্থ জরিমানা ও পুকুর খননে এসকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করা হচ্ছে ।

গত সপ্তাহ দুয়েক সময়ে উপজেলার জালশুকা , কচিয়ার বিল , কালিকাপুর , হরিণচড়া , ভেংড়ী , চেংটিয়া এলাকায় সরকারী অনুমতি না নিয়ে পুকুর খনন বন্ধে অভিযান চালানো হয়েছে। জানা গেছে পুকুরগুলোয় দিনে ও রাতের বেলায় এসকেভেটর মেশিনে পুকুর খনন কাজ করা হচ্ছিলো। উপজেলা প্রশাসন থেকে কয়েকটি এলাকায় রাতের বেলায় অভিযান চালানো হয়। উপজেলার বাঙ্গালা ও রামকৃষ্ণপুর ইউনিয়নে গত কয়েক বছরে ব্যক্তিগত উদ্যোগ ও মালিকানায় কৃষি জমিতে বড় ছোটো বহু সংখ্যক পুকুর খনন করা হয়েছে ।

বাঙ্গালা ইউনিয়নের গাছগাড়া , চেংটিয়া , এলাকায় ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিল , জাল শুকা বিলসহ আরো কয়েকটি এলাকায় সবচেয়ে বেশী সংখ্যক পুকুর খনন করা হয়েছে । সাম্প্রতিক সময়ে ইউনিয়ন দুটিতে বিভিন্ন এলাকায় আরোও পুকুর খনন শুরু করা হতে থাকে । এ নিয়ে স্থানীয়রা বিভিন্ন ভাবে সরকারের বিভিন্ন বিভাগে অভিযোগ জানাতে থাকে বলে জানা যায়। উপজেলা প্রশাসন থেকে শুরু করা হয় পুকুর খনন বন্ধে অভিযান। রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়নের কয়েকটি এলাকায় দিন ও রাতের বেলায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত গঠন করে পুকুর খনন বন্ধে অভিযান চালানো ও খনন কাজে ব্যবহৃত এসকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করা হয়েছে । এছাড়া চকবেরু গ্রামের নওশের আলীর দুই ছেলে শাহ আলম ও মোহাম্মদ আলীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিলে পুকুর খনন করা কালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করেছেন । সেখানে এসকেভেটর মেশিনটি ফেলে রাখা হয়েছে । বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়ায় পুকুর খননে ব্যবহৃত একটি এসকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করা হয়েছে । রাতের বেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খনন কাজ বন্ধ করে দিয়েছেন ।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন তিন ফসলী কোনো জমিতে পুকুর খনন করা যাবে না। আর জমির শ্রেণী পরিবর্তন বলতে কৃষি জমিতে পুকুর খননে যথাযথভাবে সরকারী অনুমতি নিতে হবে।

Previous articleজয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলমকে সংবর্ধনা
Next articleসরকার খিচুড়ি চুরি করেছে: গয়েশ্বর
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।