স্বপন কুমার কুন্ডু: মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে ঘটেছে ট্রেনের সিডিউল বিপর্যয়। যেকারণে পশ্চিমাঞ্চল রেলওয়ে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করেছে । মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাকশী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদারের নির্দেশক্রমে বেলা ১১টার দিকে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো: সিল্কসিটি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটার এবং ঢাকা-চাঁপাই মেইল ট্রেন-৯৯ আপ।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ এ বিষয়ে জানান, টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। যেকারণে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুতের কারণে ঢাকার সাথে উত্তর ও দণিাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি টাঙ্গাইলের সাথে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।

Previous articleকলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
Next articleচান্দিনা পৌরসভায় সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।