ওসমান গনি: কুমিল্লার চান্দিনা পৌরসভার বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে চান্দিনা থানা সংলগ্ন তিন রাস্তার মোড়ে ওই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

কুমিল্লা জেলার ৭টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৭০ লক্ষ ৯৮ হাজার টাকা ব্যয়ে ওই প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন সড়কে ৩শত ২টি সড়ক বাতি স্থাপন করার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়া’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকল্পের পরিচালক নূর হোসেন ভূইয়া, পৌর সচিব ইউসুফ আলী, পৌর প্রকৌশলী রফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিথিলা ট্রেডিং কর্পোরেশন এর প্রতিনিধি রোটারিয়ান সোহেল সামাদ, পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, মো. আবু কাউছার, মো. নাজমুল হাসান রোমেল, মো. আবদুর রব, মহিলা কাউন্সিলর মোর্সেদা বেগম, আমেনা আক্তার, শাহনাজ বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি প্রমুখ।

Previous articleপশ্চিমাঞ্চল রেলে সিডিউল বিপর্যয়, ৯ ট্রেনের যাত্রা বাতিল
Next articleতদন্তের স্বার্থে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ: তথ্যমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।