বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলারাজশাহী থেকে অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

রাজশাহী থেকে অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর বাঘমারা উপজেলা থেকে স্কুলছাত্রীকে অপহরণের ৫ মাস পর তাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এ সময় অপহরণকারী এবাদুল রহমানকে (২০) আটক করা হয়। অভিযুক্ত এমদাদুল রহমান বাগমারার খামার গ্রাম উত্তর পাড়ার হুজুর আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র‍্যাব-৫ রাজশাহীর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, অভিযুক্ত এমদাদুল ওই ছাত্রীকে স্কুল যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। ভুক্তভোগী কিশোরী কুপ্রস্তাবে রাজি না হলে আসামি বিভিন্ন সময়ে তাকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত ১৩ জুলাই অপহরণকারী এমদাদুল অন্যান্য আসামিদের সহায়তায় স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে অপহরণের শিকার কিশোরীর বাবা গত ১৮ জুলাই রাজশাহী বাঘমারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার বিষয়টি র‍্যাব-৫ কে জানানো হয়।

র‍্যাব-৫ রাজশাহী ও র‍্যাব-১১ নারায়নগঞ্জ এর একটি যৌথ অপারেশন দল গতকাল ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফাতুল্লা থানাধীন ভূইগড় গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারকৃত ভুক্তভোগী ও আসামিকে রাজশাহী জেলার বাঘামারা থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments