বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মো. হারুন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার মো.হারুন উপজেলার নরোওমপুর ইউনিয়নের মৃত লুৎপুর রহমানের ছেলে।

গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, শুত্রুবার ১৬ ডিসেম্বর রাতে উপজেলার নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন সময় ফেনী ও কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মদ-গাঁজা সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষীপুরে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Previous articleমাফরুহা আহসান মিতু’র একগুচ্ছ কবিতা
Next articleকোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।