সময়
আবার যদি কখনো দেখা হয়
তবে তোমার কাছে সময় চেয়ে নিবো
এ শহর ছেড়ে অন্য কোন শহর
কিংবা চেনা কোনো শহরতলিতে
আমি বার বার ফিরে যাবো
যেখানে আমার স্মৃতি মাখা সময়
আমাকে গ্রাস করে রাখে।
সময়কে খুঁজে পাওয়া দায়
অর্হনিশ আমাকে জানিয়ে দেয়
সেই সময়টুকু কেবল একলা আমার
যাযাবর এই মন, আমার শৈশব
রঙিন সুতোয় বাঁধা জীবন
সময়ের হাত ধরে বহুদূর
দিগন্তকে মন ছুঁয়ে যেতে চায়।
পাখির ডানায় ভেসে ভেসে
সময় কেবল পালিয়ে বেড়ায়
মনের গহীন বালুচরে
অতীত কেবল উঁকি দিয়ে যায়
সাদা-কালো ফ্রেমে বাঁধা জীবন
সময়কেই কাছে পেতে চায়।
তারপর সময় ছুটে চলে
জলের স্রোতে জীবন ছন্দ খুঁজে পায়
ধূসর গোধূলি বেলা ফুরিয়ে যায়
পশ্চিমাকাশ স্তব্ধ হয়ে যায় একদিন।

আহা!
হাটাহাটি পাশাপাশি
অহরহ কানামাছি
লুকোচুরি চোরাবালি
অযথাই হাসাহাসি
হবে কিন্তু কানাকানি
চেঁচামেচি মিছেমিছি
চোখাচোখি দেখাদেখি
মাখামাখি জানাজানি
সারাদিন লেখালেখি
হিজিবিজি কাটাকাটি
অহেতুক রাগারাগি
সবকিছুই বাড়াবাড়ি
এই আছি মোটামুটি
যেতে হবে তাড়াতাড়ি
খ্যাতি এলো রাতারাতি
শুরু হলো মাতামাতি!

জীবন যেন
ব্যস্ততা তোমায় করেছে এখন বন্দী
পালাবে কোথায় যতই করো ফন্দি
নিজের সাথে লুকোচুরি খেলা খেলছো
সব হারিয়ে পায়রা জোড়া খুঁজছো।
দিনের শেষে একলা তুমি নয়তো
তোমায় নিয়ে ভাগ্য খেলছে হয়তো
এক জীবনে কি পেয়েছো বলতো
জীবন তোমায় যা দিয়েছে তাইতো।
লাগছে তোমায় বড্ড বেশি ক্লান্ত
নকশা করা মুখটা কেমন যেন শান্ত
জীবনের গল্পে থাকেনা আদি অন্ত
কারো জানা নেই শেষটার আদ্যোপান্ত।
বেলা শেষে জমা থাকে অজানা কিছু গল্প
জীবন যেন এমনই জানাশুনা শুধু অল্প স্বল্প।

[কবি পরিচিতি : কবি মাফরুহা আহসান মিতু একজন কবি, গীতিকার এবং শিল্পী। তাঁর দুটো কাব্যগ্রন্থ এবং একাধিক গান প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন।]

Previous articleভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম প্রেমিকার অনশন
Next articleনোয়াখালীতে বিদেশি মদ-গাঁজাসহ যুবক গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।