শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবালিয়াড়ি ঘুম - ইভা আলমাস

বালিয়াড়ি ঘুম – ইভা আলমাস

বালিয়াড়ি ঘুম
ইভা আলমাস

সেদিন ঘুমিয়েছিলাম নিতান্তই
সাধারণ মানুষের মতো
দিনান্তে খেটে খাওয়াদের আলস্য ছিলো দেহ-মন জুড়ে
অবচেতনে হঠাৎ করেই মাঝরাতে
তোমার আগমন
অরণ্য জুড়ে তখন অমিয় জ্যোৎস্নার
সফেদ ভেলা
আর নীরব তন্দ্রাঘোরে বসেছে তারাদের মিলন মেলা।

ঠিক তখনই তুমি এলে
তুমি এলে প্রকৃতি হয়ে
এক সমুদ্র বুভুক্ষতা নিয়ে
যেন বকের ডানায় নেমে এলো ঈষাণী মেঘ!
তুমি নৌকো চড়ার বায়না ধরলে
জিয়লের ঝাঁক গলুইয়ের খোল ভেঙে খেলায় মগ্ন হলো,
আমি মুগ্ধ হয়ে চেয়ে রই!

অন্ধকারের পোতাশ্রয়ে মাথা রেখে স্বপ্নে বিভোর আদিগন্ত বালিয়াড়ি,
আমি আস্তে আস্তে এগিয়ে যাই গলুই বরাবর….

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments