আমাকেও একটু পাথর বানিয়ে দাও
গোলাম কবির
আমার শহরে এখন কেবলই
ব্যর্থ মানুষের দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়
মাঘের কুয়াশায় ঢাকা ভোরের মতো
যারা এককেজি চালের দাম ষাট টাকা
হলো বলে মাথায় হাত তুলে বিমর্ষ বদনে
চলছে হেঁটে নতমুখে দিন থেকে দিনান্তের
শেষে জীবনটাকে ছেঁচড়ে টেনে।
আমার শহরে একটু মন খারাপ হলে
যে কাঁদবো নিরালায় বসে এমন
জায়গারও অভাব ভীষণ,
এতোই পাথুরে এই শহরটা!
এতো মরুভূমির মতো শহরটা হয়ে গেছে,
একটুও সবুজ নেই কোথাও,
মানুষের মনও তাই বাবলার কাঁটার মতো!
এতো লোকে লোকারণ্য শহরটা অথচ
যে দিকে তাকাই বিশাল শূন্যতা যেনো
চতুর্দিক থেকে ঘিরে রাখে আমায়!
এতো লোক কিন্তু কী যেনো নেই
ওদের ভিতরে, ওদের ভিতরকার মানুষ
গুলো কোথায় গেলো আজ,
নেই কোথাও মানুষ এখন!
এখানে শুধুই ধান্দা বেঁচে থাকার জন্য,
কারো আবার অন্যের সবকিছু কেড়ে নিয়ে
নিজেই আলাদীনের চল্লিশ চোরের
সম্পদ গচ্ছিত রাখার নেশার ঘোরে।
হে আমার প্রিয়তম, হে আমার প্রেম!
আমাকেও একটু পাথর বানিয়ে দাও
এই পাথুরে শহরের মতো,
যেনো নিজের কষ্ট গুলোকে
ধারণ করার শক্তি পাই, যেনো আমার
কোনো কষ্টকেই আর কষ্ট মনে না হয়!
( প্রিয় কবি ইভা আলমাস আপুকে উৎসর্গ করলাম আমার এই সামান্য কবিতাটি। )