মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ মোঃ সেলিম গ্রেফতার রেজা (৪২) নামের এক চিহিৃত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সেলিম রেজা মতিহার থানাধিন মির্জাপুর হানুফার মোড় এলাকার মৃত আবু আহমেদের ছেলে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

তিনি জানান, চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে শুক্রবার রাতে মতিহার থানাধিন ডাসমারী ফিল্ড এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেলিম রেজা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআই আমিনূল রহমান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Previous articleরাজশাহীতে বিদেশী পিস্তল গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
Next articleমায়ের সাথে কথা কাটাকাটি করে ফাঁস দিল মেয়ে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।