বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৩০) উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের দানু পাটোয়ারি বাড়ির মো.জিয়াউল হকের স্ত্রী।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,একই দিন সকাল ৯টার দিকে স্বামীর বাড়ির বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে বলেন, ওই নারীর সাথে তার মায়ের টাকা,স্বর্ণ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মায়ের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Previous articleমতিহারে ফেনসিডিলসহ চিহিৃত মাদক কারবারী সেলিম গ্রেফতার
Next articleফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় হেলপার নিহত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।