মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে মোট পাঁচজন পুলিশ কর্মকর্তাকে নতুন জায়গায় পদায়ন করা হয়। এর মধ্যে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিককে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপাধ্যক্ষ আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্য দুই কর্মকর্তার মধ্যে পুলিশ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি এবং টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। উপসচিব সিরাজাম মুনিরা প্রজ্ঞাপনে সই করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Previous articleরাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আল আমিন গ্রেফতার
Next articleটানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে ইবি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।